বরিশালের আগৈলঝাড়ার বেলুহাট গ্রামে ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি মো. মাজেদকে (২২) গ্রেফতার করেছে র্যাব-৮। সোমবার দুপুরে ফরিদপুর সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো. মাজেদ (২২) বরিশালের আগৈলঝাড়া উপজেলার বেলুহাট গ্রামের কালাম সরদারের ছেলে। জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই ছাত্রী স্থানীয় ছয়গ্রাম বাজার থেকে কসমেটিক্স কিনে বাড়ি ফেরার সময় তার মুখ চেপে পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে বখাটে মাজেদ। তাকে সহায়তা করে তার এক বন্ধু।
এ ঘটনায় ওই শিশুর নানা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্থানীয় থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে গ্রেফতার করা হয় মাজেদকে। গ্রেফতারকৃত মাজেদ র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। সোমবার রাতে র্যাব-৮ সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক