স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দিনাজপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আব্দুর রশিদকে আটক করেছে পুলিশ। আটক আব্দুর রশিদকে দিনাজপুর আদালতে উপস্থাপন হয়েছে।শনিবার দুপুরে দিনাজপুরের বিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আব্দুর রশিদকে (৫৫) নিজ বাড়ি থেকে আটক করে বিরামপুর পুলিশ। আটক আব্দুর রশিদ (কামাল) বিরামপুর উপজেলা কুশ্যাখালী ডাংগা গ্রামের আব্দুল গফুর হোসেনের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মামলার বরাত দিয়ে জানান, ২০১০ সালে নিজ ঘরে স্ত্রী মোছা. ছাবিনা ইয়াছমীনকে শ্বাসরোধ করে হত্যা করেন আব্দুর রশিদ। মেয়েকে শ্বাসরোধ করে হত্যার সন্দেহে আদালতে মামলা দায়ের করেন ইয়ছমীনের বাবা। গত ১৯ জানুয়ারি আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দেন আদালত।
ওসি আরও বলেন, আব্দুর রশিদ রায়ের আগে জামিন নিয়ে পলাতক ছিলেন। নিহত স্ত্রীর বাবার বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জিগাগাড়ী গ্রামে।
বিডি প্রতিদিন/আল আমীন