কুড়িগ্রামের সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামে তানজিনা বেগম (৪০) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তানজিনার ৮ বছরের একটি মেয়ে ও কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অধ্যায়নরত এক ছেলে রয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় তার নিজ বাড়িতে।
পুলিশ জানায়,বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী তানজিনা বেগম প্রতিদিনের মত মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে বাড়ি ঘরের কাজ করতে যায়। তার স্বামী শহরের খলিলগঞ্জ বাজারের দিকে গেলে তানজিনা সকাল ১০টার দিকে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পাশের বাড়ির লোকজন এসে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
এরপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুপুরে তার লাশ উদ্ধার করে। পুলিশ আত্মহত্যার কোন কারন জানতে পারেনি। এরপর লাশ ময়না তদন্ত করে স্বজনদের দিলে সন্ধ্যায় তার লাশ দাফন করা হয়। এ ব্যাপারে সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ