ভারতে কারফিউ ঘোষণার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার হলেও তা সংখ্যায় খুব কম।
দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন জানান, করোনাভাইরাসের কারণে ভারত হিলিতে জনতার কারফিউ ঘোষণা করায় রবিবার সকাল থেকে দু-দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
পানামা হিলি পোর্ট লিংক জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক সাংবাদিকদের জানান, দু’দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ থাকলেও পানামা পোর্ট অভ্যন্তরে পন্যের লোড আনলোডসহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এদিকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ সেকেন্দার আলী জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশিরা ফিরে আসছেন ও ভারতীয়রা ফিরে যাচ্ছেন। তবে নতুন করে যাত্রী পারাপারের নিষেধাজ্ঞা রয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম