২৮ মার্চ, ২০২০ ১৮:০৮

ভোলায় করোনা প্রতিরাধে মাইকিং, জীবনুনাশক ওষুধ স্প্রে

ভোলা প্রতিনিধি

ভোলায় করোনা প্রতিরাধে মাইকিং, জীবনুনাশক ওষুধ স্প্রে

করোনোভাইরাস প্রতিরোধে ভোলায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার নানান কর্মসূচি অব্যাহত রয়েছে। শনিবার সকালে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে শহরে মাইকিং, লিফলেট ও মাক্স বিতরণ করার পাশাপাশি হাসপাতাল, ক্লিনিক, সড়কসহ বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়েছে।

এছাড়া পৌরসভার পক্ষ থেকেও রাস্তাঘাট এবং যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হয়। পাশপাশি পৌর এলাকার প্রতিটি ঘরে সচেতনতামূলক লিফলেট পৌঁছে দেওয়া হয়। 

অপর দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টার পর্যন্ত মুদি ও কাঁচাবাজার খোলা রাখা হবে। কিন্তু বিকাল ৫টার পর শুধু ওষুধের দোকান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারি নির্দেশনা পালন করতে জেলায় নৌবাহিনীর টহল অব্যাহত রয়েছে। 

এদিকে  গত ২৪ ঘন্টায় ভোলায় আরও ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় বিদেশফেরত ৪০০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া ১৮৭ জনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানায়। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর