১ এপ্রিল, ২০২০ ১২:৪৫

ধামরাইয়ে ২০ শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে ২০ শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন

দুস্থ পরিবারের মাঝে খাদ্যে সামগ্রী বিতরণ করছেন এমপি বেনজীর আহমদ

করোনা ভাইরাস রোগীদের জন্য ঢাকার ধামরাইয়ে আইসোলেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। 

বুধবার ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগরে ২০ শয্যার এই সরকারি হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে আইসোলেশন সেন্টার হিসেবে উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি বেনজীর আহমদ। 

এ সময় উপস্থিত ছিলেন ধামরাইয়ের ইউএনও সামিউল হক, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা, রোয়াইল ইউপির চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টু প্রমুখ। 

স্থানীয় এমপি বেনজীর আহমদ বলেন, দীর্ঘদিন ধরে ধামরাইয়ের কৃষ্ণনগর ২০ শয্যার হাসপাতালটি জরাজীর্ণ অবস্থায় ছিল। হাসপাতালটি নতুন করে সংস্কার করে করোনা ভাইরাস রোগীদের জন্য আইসোলেশন সেন্টার হিসেবে চালু করা হলো। এছাড়া ধামরাইয়ের দক্ষিণা লের মানুষ এ হাসপাতাল থেকে সকল ধরণের চিকিৎসাসেবা পাবে। পরে তিনি পৌরসভার দুস্থ সাড়ে পাঁচশত পরিবারের মাঝে খাদ্যেসামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বলেন শুধু পৌরসভা নয় উপজেলার প্রতিটি ইউনিয়নের ঘরে ঘরে এ খাদ্যে বিতরণ করা হবে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর