২ এপ্রিল, ২০২০ ১৬:৪৬

হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে শরীয়তপুরে কঠোর অবস্থানে সেনাবাহিনী

শরীয়তপুর প্রতিনিধি

হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে শরীয়তপুরে কঠোর অবস্থানে সেনাবাহিনী

শরীয়তপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার থেকে কঠোর পদক্ষেপ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ২৪ মার্চ থেকে জেলা প্রশাসনকে সহায়তা করতে মাঠ পর্যায়ে কাজ শুরু করলেও সরকারের ঘোষণা অনুযায়ী হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আজ তাদের গৃহীত কার্যক্রম আরও জোড়দার করেছে। 

জনসচেতনতা বৃদ্ধিতে জেলার বিভিন্ন হাট-বাজার, বিভিন্ন জনসমাগম স্থলস্থল গ্রামীণ জনপদের আনাচেকানাচে মাইকিং, পোস্টারিং, কাউন্সিলিং, টহল বৃদ্ধি করাসহ বিভিন্ন হাট-বাজার, রাস্তা-ঘাট ও অপরিচ্ছন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। করোনা সংক্রমণ রোধে সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে যে কোনো কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন শরীয়তপুরের সেনা ইউনিটের অধিনায়ক। 

এ পর্যন্ত শরীয়তপুর জেলায় ৬৬২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এর মধ্যে ৪৮৬ জন অবমুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় অবমুক্ত হয়েছেন ৩১ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছে ১৭৬ জন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর