করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কঠোর অবস্থানে বগুড়া জেলা প্রশাসন। প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মানুষদের ঘরে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ইতিমধ্যেই সেনা সদস্য, পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী তারা কাজ করছে বলে জানিয়েছেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে প্রেস কনফারেন্সে তিনি আরো জানান, ২ এপ্রিল পর্যন্ত বগুড়ায় কোভিড-১৯ রোগে আক্রান্ত কোনো রোগী নেই। এ পর্যন্ত ৯৭৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ৩১৩ জন ১৪ দিন অতিবাহিত করেছেন। বর্তমানে ৬৬৩ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে এখন পর্যন্ত ৪ জন ভর্তি রয়েছেন। ১ মার্চ থেকে বিদেশ প্রত্যাগত রয়েছে ২ হাজার ২২৬ জন, তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসকের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতসহ ঘরে থাকতে হবে। সামান্য প্রয়োজনে মানুষ ঘর থেকে বের হচ্ছেন। অযথা রাস্তায় হাঁটছেন কিছু মানুষ। এদেরকে ঘরে ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে জেলায় দরিদ্রদের জন্য ২৮১ মে. টন চাল বরাদ্দ হয়েছে। ব্যক্তিগত পর্যায়ে অনেকে সহযোগিতা করছেন। পিপিই, গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার পর্যাপ্ত পরিমাণ রয়েছে। এছাড়া ১১০টি মোবাইল কোর্টের মাধ্যমে ৪৪০টি মামলায় ৯ লাখ ৮৮ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালাহ্উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, মিলন রহমান, ক্লাবের সহসভাপতি আব্দুস সালাম বাবুসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন