২ এপ্রিল, ২০২০ ১৭:১৮

ফুলপুর পৌর শহরে করোনা রোধে জীবাণুনাশক ওষুধ স্প্রে

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুর পৌর শহরে করোনা রোধে জীবাণুনাশক ওষুধ স্প্রে

ময়মনসিংহের ফুলপুর পৌর শহরে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রতিদিন রাস্তায় রাস্তায় জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হচ্ছে। বৃহস্পতিবার ফুলপুর বাসস্ট্যান্ড, শেরপুর রোড ও হালুয়াঘাট রোডসহ বিভিন্ন রোডে পৌর মেয়র আমিনুল হক নিজে ওষুধ স্প্রে করেন। এছাড়া হোম কোয়ারেন্টাইনে থাকা অসহায় গরিবদের মাঝে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেন। 

‘বাঁচতে হলে স্বাস্থ্যবিধি শুনতে হবে, মানতে হবে।’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রচারণার কাজ অব্যাহত রেখেছেন মেয়র। ‘নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন’ মর্মে তিনি মাইকিং ও লিফলেট বিতরণ করে যাচ্ছেন। মেয়র আমিনুল হক বলেন, উন্নত দেশের শহরের মত আমরা ফুলপুর পৌর শহরের প্রতিটি রাস্তাও জীবাণুমুক্ত রাখতে চাই। এ ব্যাপারে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর