২ এপ্রিল, ২০২০ ১৭:৩৮

কুড়িগ্রামে নতুন ৫৫ জন হোম কোয়ারেন্টাইনে, অবমুক্ত ২৮২

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে নতুন ৫৫ জন হোম কোয়ারেন্টাইনে, অবমুক্ত ২৮২

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জনসহ ৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতোমধ্যে ২৮২ জনের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় তাদের অবমুক্ত সনদ দেয়া হয়েছে। 

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার ৯ উপজেলায় মোট ৫৪০ জন বিদেশফেরত প্রবাসী এসেছেন। তাদের মধ্যে সকলকে হোম কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হয়নি। 

বৃহস্পতিবার কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, এখন পর্যন্ত কুড়িগ্রামে করোনা আক্রান্তের খবর নেই কিংবা আইসোলেশনেও কাউকে নেয়ার প্রয়োজন পড়েনি। যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তারা সকলে সুস্থ রয়েছেন।

এদিকে, করোনা মোকাবেলায় প্রস্তুতি হিসেবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কুড়িগ্রাম জেলার জন্য ১ হাজার ৬৮৫টি পিপিইসহ মাস্ক ও গ্লাভস পেয়েছি যা জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ইতোমধ্যেই বিতরণ করা হয়েছে। 

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ১০টি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আরও ৪০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর