করোনাভাইরাসে কর্মহীন হওয়া নিম্নবিত্ত, অসহায় মানুষের মাঝে ফেনী-২ (সদর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ১ লাখ ২০ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। গত বরিবার থেকে আজ পর্যন্ত প্রতিটি পরিবারের জন্য ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি তেল, ১ কেজি লবন দেওয়া হয়েছে।
জনসমাগম এড়াতে পিকআপে প্রতিটি ওয়ার্ডের স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের একজন কওে নেতাকে দিয়ে তালিকা ধরে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এর মধ্যে ফেনী-২ (সদর) আসনে ৫০ হাজার ও বাকি দুই আসনে ৭০ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
নিজাম উদ্দিন হাজারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার ক্রান্তিকালে জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি। নিজস্ব অর্থায়নে ১ লাখ ২০ হাজার পরিবারকে ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি তেল, ১ কেজি লবন দেওয়া হয়েছে। আমরা জনগণের জন্যই রাজনীতি করি। জনগণই ভোট দিয়ে নেতা নির্বাচিত করেন। ক্রান্তিকালে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। করোনাভাইরাসের প্রাদুর্ভাব যত দিন থাকবে তত দিন খাদ্যসামগ্রী দেওয়া হবে। ফেনীর একজন মানুষও অভুক্ত থাকবে না।
সরকার দলীয় এই এমপি আরো বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত খাদ্যসামগ্রীও জেলা-উপজেলা প্রশাসনের মাধ্যমে গরীব, অসহায় মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। ফেনীর গণমানুষের নেতা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সাহেবও নিজস্ব অর্থায়নে ৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন। কাজেই ফেনীর কোনো মানুষ না খেয়ে মারা যাবে না। পর্যাপ্ত পরিমাণ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/আল আমীন