২ এপ্রিল, ২০২০ ২০:১৬

রাজবাড়ীতে যৌনকর্মী ও নিম্নআয়ের মানুষদের মাঝে ত্রাণ বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে যৌনকর্মী ও নিম্নআয়ের মানুষদের মাঝে ত্রাণ বিতরণ

করোণাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া রাজবাড়ীর দৌলতিদিয়া যৌনপল্লীতে বসবাসরত যৌনকর্মীরসহ অন্য চার উপজেলার কর্মহীন শ্রমিক ও নিম্নআয়ের মানুষদের মাঝে উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে উত্তরণ ফাউন্ডেশনের পক্ষে মীরা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

রাজবাড়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলার ত্রাণ বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় মীরা ফাউন্ডেশনের পরিচালক মীর মঞ্জুর হোসেন উপস্থিত ছিলেন। 

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, উত্তোরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাসরত ১২০০ যৌনকর্মী ও অন্য চারটি উপজেলার ১৩০০ অসহায় মানুষের মধ্যে চাল, ডাল, আলু, তেল, হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে।

আগামী সপ্তাহে আরও ২৫০০ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে জানায় ফাউন্ডেশন কর্তৃপক্ষ। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর