করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার ও স্থানীয় প্রশাসনের আরোপিত নির্দেশনাবলী মেনে চলাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে কর্মসংস্থানহীন দুস্থ মানুষের জীবন যাপন মারাত্মক দুর্বিসহ হয়ে পড়েছে। এ অবস্থায় অসাহায় মানুষদের পাশে দাড়িয়েছেন অনেকেই, বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার সকালে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন সুমন খানের নিজস্ব অর্থায়নে মোট ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
জেলা শহরের কাজী কলোনী এলাকায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমান উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন। পরে সুমন খানের নেতৃত্বে পৌর এলাকার সাধুটারী, নামাটারী ও সুইপার কলোনীর মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এদিকে, দ্বিতীয় দিনের মতো আজও জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট (সদর)-৩ আসনের এমপি গোলাম মোহাম্মদ কাদেরের নিজস্ব অর্থায়নে তার নির্বাচনী এলাকা লালমনিরহাটে ১৫০০ কর্মহীন, অস্বচ্ছল, দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সকালে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক এস কে খাজা মঈন উদ্দিন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলী, সদর উপজেলা জাপার সভাপতি আকবর ঈমাম, সাধারন সম্পাদক এ্যাড. আসির হক, পৌর জাতীয় পার্টির সভাপতি এ্যাড. নজরুল ইসলাম, সাধারন সম্পাদক জাহিদ হাসান ডাবলুসহ স্থানীয় নেতৃবৃন্দ। জেলা জার্তীয় পার্টির নেতৃবৃন্দ পৌরসভায় ৩'শ ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ১২'শ জন মানুষের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরন করেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ