শিরোনাম
৩ এপ্রিল, ২০২০ ১২:২৭

হাতিয়ায় ব্যক্তি উদ্যোগে ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

নোয়াখালী প্রতিনিধি

হাতিয়ায় ব্যক্তি উদ্যোগে ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

নোয়াখালীর দ্বীপ উপজেলায় হাতিয়ায় আওয়ামী লীগ নেতা মাহমুদ আলী রাতুলের পক্ষ থেকে পাঁচ হাজার পরিবারকে খাদ্য ও সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অঘোষিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া লোকজনের কাছে এসব খাদ্য ও সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এসব সামগ্রীর মধ্যে রয়েছে প্রত্যেক প্যাকেটে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ লিটার  ভোজ্যতেল, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। এর আগে মাহমুদ আলী রাতুলের পক্ষ থেকে হাতিয়া পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পঞ্চাশ হাজার মাস্ক ও বিশ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এদিকে, নোয়াখালী জেলা ছাত্রদলের পক্ষ থেকে ১৬৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান নোমানের নেতৃত্বে মাইজদী পৌর বাজার, দত্তেরহাট, মাইজদী বাজার ও কলেজ রোডে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় ছাত্রদলের সদর উপজেলা শাখা, নোয়াখালী শহর শাখা ও নোয়াখালী সরকারী কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর