টাঙ্গাইলে সামাজিক দুরত্ব বজায় রেখে জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসক কর্মহীন তিন হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
আজ শুক্রবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বাহারুল ইসলাম তালুকদার মিন্টুর ব্যবস্থাপনায় খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি।
এই কর্মসূচির উদ্যোগে টাঙ্গাইল পৌর এলাকার ৬টি পয়েন্টে অন্তত ৩ হাজার কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়।
এদিকে, টাঙ্গাইলের জেলা প্রশাসনের উদ্যোগে বধ্যভূমি চত্বরে জেলার ১৫০ জন কর্মহীন সেলুন শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ