করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসন কঠোর তৎপর। এতে বাড়ি তেকে মানুষের বের হওয়ার সংখ্যা অনেকাংশে কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় সামাজিক দূরত্ব লঙ্ঘন করার অপরাধে ৮৮জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকায় অপ্রয়োজনে চলাচলকারীদের পরিমাণ কমে এসেছে। শহরের বিভিন্ন মোড়ে পুলিশ টহল দেয়ায় মোটরসাইকেলসহ অটোরিকশা চলাচলের সংখ্যা একেবারে কমে গেছে। আজ শুক্রবার সকালে শহরের পুরাতন বাজার এলাকা ঘুরে দেখা গেছে, কাঁচাবাজারে ক্রেতাদের সমাগম অন্যান্য দিনের তুলনায় কম ছিল। সকালে অপ্রয়োজনে মোটরসাইকেল ও ইজিবাইক বের করার দায়ে শহরের বড় ইন্দারা মোড়ে শতাধিক যানবাহন আটক করে পুলিশ। এছাড়া আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের পক্ষ থেকে মাইকের মাধ্যমে প্রচারণা অব্যাহত রয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর সদস্যরা জেলার বিভিন্ন স্থানে টহল অব্যাহত রেখেছে। এব্যাপারে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেন, জেলা প্রশাসনসহ পুলিশ ও সেনাবাহিনীর প্রতিটি সদস্য কঠোর অবস্থানে রয়েছে। প্রয়োজন ব্যতীত সাধারণ মানুষ যেন ঘোরাফেরা না করে সেজন্য মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। কোন কারণ ছাড়া বের হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৮ জনকে জরিমানা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক