মুই ভাববারই পারনাই এমপি মোর বাড়তি আসি খাবার দিবি। করোনার ভয়ে হামরা ঘর থাকি, বাইরত যাবার পারছি না। ছোয়ালগুলাও কান্দেছে। চাল, ডাল, আলু, তেল, সাবান ভালোই হইলি। ইশ্বর তোমার ঘরে আরো বড় মানুষ করুক। ঘরের দরজায় স্থানীয় এমপি গোপালকে খাদ্যসামগ্রী হাতে দেখে আবেগে এসব কথা বললেন দিনাজপুরের বীরগঞ্জের মরিচা ইউপির আদবাসী গ্রামের এলিনা কিস্কু।
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সবাই নিজ নিজ গৃহে অবস্থান করছে। আর এ অবস্থায় খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় গৃহে অবস্থানকারী খেটে খাওয়া, কর্মহীন সাধারণ মানুষের কাছে রাতের আঁধারে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
বৃহস্পতিবার দিবাগত রাতে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউপির ও কাহারোল উপজেলার সুন্দরপুর ইউপিতে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম ফিরোজ আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন