মাদারীপুরের গরীব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে র্যাব। শুক্রবার সকালে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক তাজুল ইসলাম এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
জানা যায়, শুক্রবার সকালে অসহায় গবীর ও দুঃস্থ পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ২কেজি ডাল, ৩ কেজি আলু, এক লিটার তেল, একটি সাবান ও একটি করে মাস্ক বিতরণ করা হয়। ত্রাণবিতরণী অনুষ্ঠানে র্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাদারীপুর সদর উপজেলার পুরান বাজার, চরমুগরিয়া ও মস্তফাপুর এলাকার দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। যতদিন পর্যন্ত করোনাভাইরাসে সৃষ্ট এই দুর্যোগ থাকবে ততদিন এই কর্মসূচি চলবে বলে জানা গেছে।
ত্রাণ বিতরণী অনুষ্ঠানে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক তাজুল ইসলাম বলেন, আমাদের সাধ্য মোতাবেক আমরা চেষ্টা করেছি। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই চেষ্টা।
বিডি প্রতিদিন/আল আমীন