হবিগঞ্জ জেলা পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য প্যানেল চেয়ারম্যান নূরুল আমিন ওসমানের পক্ষ দুই শতাধিক দরিদ্র, অসহায় লোকজনে মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের খাদ্য গুদাম সড়কে প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডা. মুশফিক হুসেন চৌধুরী। এ সময় জনপ্রতি ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু ও ১টি করে সাবান বিতরণ করা হয়।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. নূরুল ইসলাম, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী বলেন, এই দুর্যোগ মোকাবিলায় সকলকে সচেতন হতে হবে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য বরাদ্দ রয়েছে। খাদ্য নিয়ে কাউকে সমস্যায় পড়তে হবে না।
এছাড়া সকালে চৌধুরী বাজার কাঁচামাল হাটার ব্যবসায়ী জুয়েল মিয়ার ব্যক্তিগত উদ্যোগে দুই শতাধিক দরিদ্র লোকজনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন