শেরপুর জেলা থেকে গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষার জন্য সরকারি এক কর্মকর্তাসহ ১০ জনের রক্তের নমুনা পাঠানো হয়েছে। অন্তত ৩টি পরিবার লকডাউন অবস্থায় আছে। শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট ১৪৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। ১৪৮ জনের মধ্যে এখন ১৫ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। বাকিরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। তবে এখন পর্যন্ত শেরপুরে কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।
জেলার সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ জানিয়েছেন, এখন থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই হবে করোনার পরীক্ষা। সময় লাগবে ৩ ঘন্টা।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন দেবনাথ জানিয়েছেন, ২৪ ঘন্টা এই সেবা চালু থাকবে। কিটের স্বল্পতা নেই। এক সাথে ৩ ঘন্টায় ৪৬ জনের পরীক্ষা করা যাবে। এই সক্ষমতা ও আরও কত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল দেওয়া যায় সে বিষয়ে কাজ করছে মেডিকেল কলেজ। ময়মনসিংহ মেডিকেল কলেজে এই পরীক্ষা করা যাবে বলে এ অঞ্চলের মানুষ খুব খুশি। তবে পরীক্ষার ফলাফল ৩ ঘন্টার মধ্যেই হাতে পাওয়ার আশা করছে জেলার স্বাস্থ্য বিভাগ।
বিডি প্রতিদিন/আল আমীন