বাগেরহাটের মোংলায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। পৌর কর্তৃপক্ষের আয়োজনে শুক্রবার দুপুরে মোংলা স্থায়ী বন্দরের পাওয়ার হাউজ এলাকায় ১০০ পরিবারের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেন মেয়র তালুকদার আব্দুল খালেক।
এ সময় মোংলা পোর্ট পৌরসভার মেয়র মো. জুলফিকার আলী, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আ. রহমান, মোংলা বন্দর সিবিএ সভাপতি মো. সাইজউদ্দিন মিয়া ও সাধারণ সম্পাদক মো. ফিরোজসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন