গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ৮শ পরিবারের হাতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের চা বিক্রেতা, ভাসমান দোকানদার, ভ্যান চালকসহ ৮শ কর্মহীন মানুষের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামান শেখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, করোনাভাইরাসের কারণে চা বিক্রেতা, ভাসমান দোকানদার, ভ্যান চালকসহ অধিকাংশ শ্রমজীবী মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছে। সরকার তাদের কথা চিন্তা করে খাদ্য সামগ্রী বিতরণ করছে। তারই অংশ হিসেবে আমরা কুশলা ইউনিয়নের ৮শ কর্মহীন মানুষের কাছে খাদ্যসামগ্রী বিতরণ করলাম।
অন্যদিকে জেলা শহরের ইমাদ পরিবহনের উদ্যোগে ৫শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এসব খাদ্যসামগ্রী ইমাদ পরিবহনের শ্রমিকদের পরিবার ও গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের অসহায় পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় ইমাদ পরিবহনের উপদেষ্টা মো. এঞ্জেল শেখ উপস্থিত ছিলেন।
এছাড়া গোপালগঞ্জের কাশিয়ানীর রামদিয়া বাজারের ব্যবসায়ী ফরহাদ হোসেন শুক্রবার শতাধিক দরিদ্র লোকের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন। সদর উপজেলার নিজড়া বটবাড়ি এলাকার এসব দরিদ্র লোকের মধ্যে প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, আটা ১০ কেজি, আলু ৩ কেজি, তেল ২ লিটার, লবন ১ কেজি, সাবান ১টি এবং নগদ ৫শ টাকা প্রদান করেন। এ সময় নিজড়া ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন