ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগে শুক্রবার শহরের চকবাজার এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন। এসময় তিনি শুকরিয়া বেকারীকে ১০ হাজার টাকা এবং ৬টি পান সুপারির দোকানদার প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেন।
এদিকে, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় না রাখায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় আদালত দলবদ্ধ হয়ে চলাচল করা এবং অহেতুক ঘোরাফেরা করায় ১৪ ব্যক্তিকে ৩২ হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জাকির হোসেন জানান, সরকারী আদেশ অমান্য করে চলাফেরা করায় তিতুমীর বাজার এলাকায় ৭ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালতের অপর বিচারক শাহীন খসরু জানান, সরকারের চলমান আদেশ অমান্য করায় ৭ জনকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে একটি কম্পিউটার দোকানী রয়েছে। তিনি দোকান খোলা রেখে মোবাইলে পর্নোগ্রাফি ট্রান্সফার করায় অভিযুক্ত হন।
বিডি প্রতিদিন/হিমেল