নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পিরিন্দারটেক গ্রামের আব্দুল মান্নানের ছেলে শেখ আলামিনের (৪০) শরীরে করোনা ভাইরাসের কোনো সংক্রমণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী।
এর আগে গত ১ এপ্রিল সকাল থেকে করোনা সন্দেহে ওই ব্যক্তির বাড়িটি লকডাউন করা হয়। বাঁশ ও বেড়া দিয়ে ওই বাড়ির আশপাশ বন্ধ করে দেওয়া হয়। বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়। করোনা উপসর্গ থাকায় বুধবার দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার ৭ ওয়ার্ডের পিরিন্দার টেক গ্রামে বাড়িটিকে লকডাউন করে উপজেলা প্রশাসন।
পরে ওই দিনই সন্ধ্যায় নরসিংদী ও পলাশের যৌথ মেডিকেল টিম তার নমুনা সংগ্রহ করে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআরে পাঠানো হয়।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী জানান, ঘোড়াশাল পৌর এলাকার পিরিন্দারটেক গ্রামের আব্দুল মান্নানের ছেলে শেখ আলামিনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়িনি। তাই বাড়িটির লকডাউন প্রত্যাহার করা হয়েছে। বাড়ির আশেপাশে জনসাধারণের চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন