করোনা সংকট মোকাবিলায় শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরের ঘরবন্দি খেটে খাওয়া মানুষের মাঝে নিজস্ব উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। তৃতীয় পর্যায়ে ওই সকল এলাকার ২৪ হাজার পরিবারকে শুক্রবার সকাল ১০টা থেকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে একই এলাকায় প্রথম পর্যায়ে ১২ হাজার ৫শ পরিবার ও দ্বিতীয় পর্যায়ে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন তিনি। এনামুল হক শামীম জানান, যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত এ খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত থাকবে।
এদিকে শরীয়তপুরে নড়িয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলদের এক মাসের সম্মানিসহ কর্মকর্তা কর্মচারিদের ৫ দিনের বেতনের ৩ লক্ষ ১০ হাজার টাকা দিয়ে করোনা দুর্যোগে কর্মহীন অসহায় ও দুস্থদের চাল, ডালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন নড়িয়া পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম বাবু রাড়ী। মঙ্গলবার বিকালে নড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকায় ঘরবন্দি ১২০০ কর্মহীন অসহায় ও দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন মেয়র ও কাউন্সিলররা। তবে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতার দিকটি লক্ষ্য রেখে মেয়রসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরকে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আলোর সন্ধানে আমরা সংগঠন থেকে এতিম, গরিব, অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ৩১ জন যুবক অর্থ সংগ্রহ করে চাল, ডাল, সাবান, তেল বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন বলে জানান সংগঠনের সদস্যরা।
বিডি প্রতিদিন/আল আমীন