৭ এপ্রিল, ২০২০ ১৭:৩৫

শ্রীমঙ্গলের সেই কিশোরীর রিপোর্ট নেগেটিভ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলের সেই কিশোরীর রিপোর্ট নেগেটিভ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহরতলীর মুসলিমবাগ এলাকার সেই কিশোরীর শরীরে করোনাভাইরাসের কোন অস্তিত্ব মেলেনি।

মঙ্গলবার ঢাকা থেকে রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে ওই কিশোরীর রক্তের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

গত শনিবার স্বাসকষ্ট রোগ থাকায় করোনাভাইরাস সন্দেহে ওই কিশোরীকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছিল। এরপরে গত দুই দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার, দুই মেডিকেল এসিস্ট্যান্ট, একজন দুইজন নার্স, একজন সিস্টার, একজন আয়া ও ওই কিশোরীর পরিবারের সদস্যসহ প্রতিবেশী আটজনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ওই কিশোরীর রিপোর্ট নেগেটিভ এসেছে। অন্যদেরও রিপোর্ট এখনো আসনি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, আজ ওই কিশোরীর রিপোর্ট নেগেটিভ এসেছে এটা আমাদের জন্য ভালো খবর। তবে অন্যদের পাঠানো রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। তাই ওই এলাকায় মানুষের চলাচল সীমিত থাকবে। এবং এলাকার ২০টি বাড়ির ১৩৪ জন ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর