৭ এপ্রিল, ২০২০ ২০:২৪

কবিরহাটে ৫ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:

কবিরহাটে ৫ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নোয়াখালী পৌরসভার ৫ হাজার পরিবারে ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষ থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়।

দুপুর  থেকে কবিরহাট পৌর হল থেকে পৌর সভার ৯টি ওয়ার্ডে প্রত্যেক ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন মেয়র জহিরুল হক রায়হান। এসময় সহযোগিতা করেন, কবিরহাট থানা পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান জানান, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে বাঁচাতে সবাইকে ঘরে থাকার আহ্বান করা হয়েছে। এ সময় যাতে করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা অনাহারে না থাকে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষ থেকে পৌরসভার ৫ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি। 

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, প্রত্যেক পরিবারের জন্য ৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি লবণ, ১ টি সাবান ও ১টি হ্যান্ড স্যানিটাইজার।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর