করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে চলছে ‘কড়াকড়ি’। সচেতন গ্রামবাসীর উদ্যোগে গ্রামে প্রবেশের সড়কের মুখেই বাঁশ ও গাছ দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিবন্ধকতা। এলাকাবাসী অতি প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে কাউকে যেতে দিচ্ছে না। আরা প্রবেশ করতেও দেয়া হচ্ছে না।
গ্রামে প্রবেশের রাস্তায় বাঁশ বেঁধে সৃষ্টি করা হয়েছে প্রতিবন্ধকতা। তাতে একটি সাইবোর্ড ও একটি লাল পতাকা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই বাঁশে “গ্রামটা আমাদের, তাই দায়িত্বটাও আমাদের” এমন শ্লোগান লেখা রয়েছে।
গ্রামের প্রবেশ পথগুলোতে কড়া নজরদারি করতে বসানো হয়েছে তল্লাশি চৌকি। সেখানে দায়িত্ব পালন করছেন এলাকার তরুণরা। যারা গ্রামে ঢুকছেন নেওয়া হচ্ছে পরিচয়, জানতে চাওয়া হচ্ছে প্রবেশের কারণ। আগতদের জীবাণুমুক্ত করতে সাবান দিয়ে হাত ধোঁয়ার ব্যবস্থাও করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে।
শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার, মিশনবাড়ী আবাসিক এলাকা, টেপিরবাড়ী-ছাতির বাজার সংযোগ সড়ক, আবদার, শ্রীপুর পৌরসভার উজিলাব, কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া, জাহাঙ্গীরপুর, হয়দেবপুর, যোগিরসিট, গাজীপুর ইউনিয়নের নগরহাওলা, বরমী ইউনিয়নের গাড়ারন (খাসপাড়া) গ্রামে প্রবেশের সড়কে স্থানীয়দের উদ্যোগে ‘লকডাউন’ করা হয়েছে।
এছাড়া, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ওষুধ ও কাঁচামাল ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সড়কে অল্প কিছু মোটরসাইকেল ছাড়া আর কোনো গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি।
এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম বলেন, নিজেদের নিরাপত্তার জন্য এটা করে থাকলেও এটা অবশ্যই ভালো দিক। তবে গ্রামবাসীর এ “কড়াকড়ি” যেন কারোর ভোগান্তির কারণ হয়ে না দাঁড়ায়।
বিডি প্রতিদিন/হিমেল