৮ এপ্রিল, ২০২০ ২১:৪৯

কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

কিশোরগঞ্জের কটিয়াদিতে সেনাবাহিনী বুধবার ব্যাপক তৎপরতা চালিয়েছে। কটিয়াদি উপজেলার আচমিতা বাজারে অভিযান চালিয়ে বেআইনিভাবে দোকান খোলা রেখে চা বিক্রি ও আড্ডা জমানোর অপরাধে জাহাঙ্গীর স্টোরকে ২ হাজার টাকা জরিমানা এবং ওই স্টোরসহ কয়েকটি দোকান থেকে কফি ম্যাকার, ফ্লাক্স, টেলিভিশন জব্দ করা হয়।

পরে মধ্যপাড়া বাজারে চা দোকান খোলা রেখে আড্ডা দেওয়ার অপরাধে আরেকটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা এবং চা বিক্রির মালামালসহ টেলিভিশন জব্দ করা হয়। 

বনগ্রাম আনন্দ বাজার, বনগ্রাম বাজার, গচিহাটা বাজার, ধুলদিয়া বাজারে মাস্ক ব্যবহার না করা, অযথা ঘোরাফেরা করা এবং মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে ৬ জনকে শাস্তি প্রদান করা হয়। 

কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম ও সেনাবাহিনীর ক্যাপ্টেন সাজ্জাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কটিয়াদী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর