বরিশালে করোনা আক্রান্ত রোগীসহ বিভিন্ন ধরণের জরুরি রোগী পরিবহনের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়।
এ সময় জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্ত্তীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর বিষয়ে ডা. মনিষা চক্রবর্ত্তী বলেন, করোনাসহ যেকোন দুর্যোগে জনগণের পাশে আছেন এবং থাকবেন। বর্তমান প্রেক্ষিতে করোনা রোগীরা যেন দ্রুত সেবা পায় এবং এমন সংকটকালীন সময়ে যাতে অন্যান্য মূমূর্ষ রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানো সম্ভব হয় সে জন্য এই ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।
ব্যাটারি চালিত ১০টি হলুদ অটোরিক্সা ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিসে ব্যবহার হচ্ছে। বাসদের কর্মীদের প্রশিক্ষণ দিয়ে পার্সোনাল প্রকেটশন ইকুইপমমেন্ট (পিপিই) দিয়ে এই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে বলে জানান ডা. মনিষা।
বিডি প্রতিদিন/এ মজুমদার