করোনা পরিস্থিতি মোকাবেলায় মানিকগঞ্জে কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এস এ জিন্নাহ কবীর।
আজ বৃহস্পতিবার দুপুরে নিজস্ব অর্থায়নে মানিকগঞ্জের নিজ বাসভবন থেকে তিনটি উপজেলা ও পৌরসভার নেতাদের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি অসহায় পরিবারের মধ্যে এসব পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লতিফুল করিম পিন্টু, রিয়াজ মোহাম্মদ হারেজ, মো. শরিফুল ইসলাম চান, নাছির উদ্দিন প্রমুখ।
এস এ জিন্নাহ কবীর বলেন, আজ থেকে কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা শুরু হলো। ঘিওর , শিবালয়, দৌলতপুর উপজেলা ও মানিকগঞ্জ পৌর এলাকায় ছয়হাজার কর্মহীন পরিবারের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।
এ কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম