নাটোরে দিনমজুর, অসহায় ও দুস্থ ৪০০ পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ভবানীগঞ্জ মোড়, বলারীপাড়া, চকরামপুর, বড় হরিশপুর, হাজরা নাটোর, মোহনপুর, গুনারীগ্রাম এলাকায় তিনি এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবণ, মুড়ি ও সাবান।
করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকার ঘোষিত টানা সাধারণ ছুটিতে দিনমজুর শ্রেণির জনগণের আয় কমে যাওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ শফিকুল ইসলাম শিমুল এমপির আহ্বানে সাড়া দিয়ে নিজ উদ্যোগে দুস্থদের পাশে দাঁড়িয়েছেন বলে জানান মামুনুর রশীদ মামুন।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা বাবলু, আওয়ামী লীগ নেতা অপূর্ব চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী অ্যাডভোকেট জিনাত মামুন প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম