দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে করোনাভাইরাস পরীক্ষার পিসিআর মেশিন হস্তান্তরকালে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি হাসপাতালে পিসিআর মেশিন দেয়া হবে। তারই ধারাবাহিকতায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের কার্যক্রমের কাজ শুরু হয়ে গেল। মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। কোন চিকিৎসক অবহেলা করলে সেই চিকিৎসকদের ছাড় দেয়া হবে না। এখনই সময় মানবসেবার।
বৃহস্পতিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে কোভিড-১৯ পরীক্ষার জন্য মাইক্রোবায়োলজি বিভাগের তত্ত্বাবধানে পিসি আর মেশিন হুইপ ইকবালুর রহিম এমপি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেস সরকারের হাতে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নির্মল চন্দ্র দাস, সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ নজমুল, কলেজের সহকারী অধ্যাপক ডাঃ নাদির হোসেন, ডাঃ নুরুজ্জামান প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার