শরীয়তপুরে লাশ বহনকারী ফ্রিজিং গাড়িতে যাত্রী বহন করার অপরাধে আব্দুস সালাম শিকদার (৩২) নামে এক চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অনাদায়ে দুই মাসের জেল দেয়া হয়েছে।
রবিবার সন্ধ্যায় শরীয়তপুর সরকারি কলেজের সামনে তাকে আটক করে জরিমানা করা হয়। আটক আব্দুস সালাম শিকদার মাদারীপুর জেলার চর লক্ষ্মীপুর গ্রামের গফুর শিকদারের ছেলে।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন জানান, লাশ বহনকারী ফ্রিজিং গাড়িতে করে যাত্রী বহন করে শহরের ধানুকায় দুইজন যাত্রী নামায় গাড়ির চালক আব্দুস সালাম। তখন স্থানীয়রা গাড়ির চালককে আটক করে পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুর রহমান শেখ বলেন, লাশ বহনকারী ফ্রিজিং গাড়িতে লাশ না এনে, ১০ হাজার টাকা ভাড়ায় ঢাকা থেকে শরীয়তপুরে তিনজন যাত্রী নিয়ে আসে ওই চালক। পরে স্থানীয়রা তাকে আটক করে । কিন্তু যাত্রীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ২ মাসের জেল দেয়া হয়। ওই চালককে পালং মডেল থানায় দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন