বগুড়ার নন্দীগ্রামে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক। শনিবার সকালে নন্দীগ্রাম উপজেলা কৃষক লীগ আয়োজিত পন্ডিতপুকুর মাঠে কৃষকের জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমে ঘরে তোলার মধ্যদিয়ে আনুষ্ঠানিক ধান কাটার উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক। এ সময় তিনি ধান কেটে কৃষকের ঘরে তুলে দেন।
করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। এদিকে চলতি মৌসুমের ইরি ও বোরো ধান কাটার সময় হয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কৃষক লীগের নির্দেশে বগুড়ার নন্দীগ্রামে ধান কাটতে মাঠে নেমেছেন উপজেলা কৃষক লীগ।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়ার উপ-পরিচালক আবুল কাশেম, জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, জেলা তাঁতী লীগের সদস্য সচিব রাশেকুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আদনান বাবু, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন