লটারিতে বিজয়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষকদের বাড়ি গিয়ে ধান কেনার কার্যক্রম শুরু হয়েছে। রবিবার বিকেলে পৌর এলাকার নারায়নপুর গ্রামের কৃষক জামির হোসেন খেকে ধান ক্রয়ের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা।
এ সময় সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম, খাদ্য নিয়ন্ত্রক কাউছার সজীব, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব কুমার শীল প্রমুখ। স্থানীয় কয়েকজন কৃষকও উদ্বোধনী কার্যক্রমে যোগ দেন।
কৃষি কর্মকর্তা শাহানা বেগম জানায়, প্রথম দিন আখাউড়া পৌরসভার নারায়নপুর গ্রামের দুইজন কৃষকের নিকট থেকে দুই মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। উপজলার ৭৪০ জন কৃষকের প্রত্যেকের কাছ থেকে পর্যাক্রমে এক টন করে ধান ক্রয় করা হবে। প্রায় ১৩০০ কৃষক ধান বিক্রির জন্য নিবন্ধন করেছিলেন। তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে বাছাই করে ৭৪০ জনের নিকট থেকে ধান ক্রয় করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার