বাড়ির পাশে খেলা করার সময় নিজ পুকুরের পানিতে ডুবে মো. জিহাদ হোসেন (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দামোদপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
শিশু জিহাদ হোসেন ওই এলাকার মো. নুর ইসলাম (হিরু) এর ছেলে। নুর ইসলাম (হিরু) তিন সন্তানের মধ্যে জিহাদ সবার ছোট।
শিশুটির মা জোসমিন আক্তার সাংবাদিকদের বলেন, সকালে স্বামী নূর ইসলাম (হিরু) কৃষি কাজে বাড়ি থেকে বাহিরে যান। পরে সে নিজেও গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যান। সেই সময় ওই শিশু জিহাদ বাড়িতে খেলা করছিল। মাঠ থেকে ফিরে এসে ছোট শিশুকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। স্থানীয়রা জিহাদকে পানি থেকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।
স্থানীয় কাটলা ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজির হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি পানিতে পড়ে মারা যাওয়ার বিষয়টি শুনে ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি। লাশ দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির বলেন, শিশুটির মৃত্যের খবর শুনেছি। পরিবারের কারো কোন অভিযোগ না থাকলে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাকে দাফন করতে পারবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম