টাঙ্গাইলের সখীপুরে গণহত্যা দিবস পালন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার কালিয়ান গ্রামে বধ্যভূমির স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, সাবেক সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক ডিপুটি কমান্ডার সাইদুর রহমান, কালিয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুজ্জামান, প্রধান শিক্ষক আব্দুস সামাদ, স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুজ্জামান রতন, যুব আন্দোলন নেতা আসলাম সিকদার নোবেল ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের জুলাই মাসের ১ তারিখে পাকিস্তানি হানাদার বাহিনী কালিয়ান গ্রামের ১৮ জন নিরীহ মানুষকে হত্যা করে। তাদের স্মরণে প্রতিবছর এই দিনে গণহত্যা দিবস পালন করা হয়।
এই দিনে কালিয়ান গ্রামের মুন্সী রমেজ উদ্দীন, জোনাব আলী সরকার, হাবিবুর রহমান মুন্সী, আ: খালেক, বেলায়েত হোসেন, ছানোয়ার হোসেন, লাল মামুদ মিয়া, বাচ্চু মিয়া, ইয়াছিন আলী, মো: ছন্টু মিয়া, কাজী দুলাল হোসেন, আ: হাই শিকদার, জবেদ আলী শিকদার, ইসমাইল হোসেন, আরজু মিয়া, হৃদয় চন্দ্র সরকার, আ: ছালাম ও আ: জলিল শাহাদাত বরণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর