খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত মেনে নিয়ে ১০ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে শ্রমিকদের একাংশ। বুধবার দুপুরে তারা খুলনা জেলা প্রশাসকের নিকট এই স্মারকলিপি প্রদান করেন।
দাবিগুলো হচ্ছে- গোল্ডেন হ্যান্ডশেকে শ্রমিকদের পাওনা একশ’ শতাংশ টাকা এক সাথে প্রদান, মিল বন্ধের নোটিশ দেওয়ার পর দুই মাস বেতন-বোনাস, আধুনিকায়ন করে মিল চালু রাখা, পিপিপিতে যোগ্যতা সাপেক্ষে মিলে চাকরি, মিলের ভেতরে শিক্ষা ব্যবস্থা চালু রাখা ও কলোনীতে থাকার ব্যবস্থা করা।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, সরকার এরই মধ্যে এসব দাবির অধিকাংশ মেনে নিয়েছে। শ্রমিকদের সকল পাওনা টাকা এক সাথে দেওয়া হবে। তিনি বলেন, পাটকলে লোকসান এড়াতে সরকার পিপিপির মাধ্যমে মিলগুলো পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে খুলনার দিঘলিয়ায় রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে সমাবেশ ও র্যালি করেন। এদিকে পাটকলে উৎপাদন কার্যক্রম চালু হওয়ায় শ্রমিকদের আরেকটি অংশ নির্ধারিত অনশন কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল