সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনার পানি বিপদসীমার ৪৮ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার পাঁচটি উপজেলার ৩১টি ইউনিয়নের ২১৬টি গ্রাম তলিয়ে গেছে। প্রায় ২৫ হাজার পরিবারের কয়েক লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ২২টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।
তিনশতাধিক ঘরবাড়ী সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। অধিকাংশ ঘর তলিয়ে যাওয়ায় মানুষের ঘরের আসবাবপত্র নষ্ট হয়ে পড়েছে। আড়াই হাজার হেক্টর ফসলের জমি নষ্ট হয়ে গেছে। প্রায় সাতদিন যাবত পানি বন্দী থাকলেও কোন সহায়তা পৌঁছেনি পানিবন্দী মানুষের ঘরে। কারো কারো ঘরে চুলো জ¦লছে না। কোন কোন পরিবার ওয়াপদা বাঁধে আর কোন পরিবার পানির মধ্যেই মানবেতরভাবে বসবাস করছে।
সার্বক্ষণিক পানিতে থাকায় হাত-পায়ে ঘা দেখা দিয়েছে। দুর্বিসহের মধ্যে জীবনযাপন করলেও প্রশাসন বা চেয়ারম্যান মেম্বার তাদের খোঁজ নিচ্ছে না। এ নিয়ে পানিবন্দী মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে পানিবন্দী মানুষগুলো শুকনা খাবার ও বিশুদ্ধ পানিসহ সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। তবে ত্রাণ ও পুনর্বাসন অফিস বলছে, বন্যার্তদের মধ্যে ২৫ মেট্টিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। যা দুএকদিনের বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন