বৃষ্টির সময় বজ্রপাতে দিনাজপুরের কাহারোলে ধুমা হেমরন (২৬) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৩টার দিকে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউপির ঈশ্বর গ্রামে বজ্রসহ বৃষ্টিপাতের সময় এ ঘটনা ঘটেছে।
ধুমা হেমরন (২৬) কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউপির ঈশানপুর গ্রামের মৃত- মন্দন হেমরনের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার বিকাল ৩টার দিকে কাহারোলের রামচন্দ্রপুর ইউপির ঈশানপুর গ্রামের আদিবাসী পাড়ার ধুমা হেমরন তার নিজ ভ্যানে করে ভুট্টার খড়ি একই ইউনিয়নের ঈশ্বর গ্রাম হতে বাড়ীতে নিয়ে আসার পথে ঈশ্বর গ্রামেই বৃষ্টির সময় বজ্রপাতে মারা যান।
বিডি প্রতিদিন/আল আমীন