গাজীপুরে অপহৃত দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো গাজীপুর সিটি করপোরেশনের সালনার পলাশটেক গ্রামের মো. মিল্টন মাসুদ (৩৫) এবং একই এলাকার আকাশ (২৮)।
গাজীপুর মেট্রেপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, অপহৃত মুন্সীগঞ্জের গজারিয়া থানার আলিপুরা গ্রামের মো. মজিবুর রহমান বাদলের ছেলে রিয়াদ হাসান পারভেজ (১২) ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়াইয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে হাসিবুল হাসান খান অভি (১০) একই ক্লাসে লেখাপড়া করে।
অপহৃত শিশুদের পরিবার গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম বিলাসপুর এলাকায় পাশাপাশি বাসায় বসবাস করে। পাশাপাশি বাসায় বসবাস করায় শিশুরা পরস্পরের বন্ধু এবং তারা দুইজনে একইসাথে খেলাধুলা করে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিশু ফল কিনতে বাসার পার্শ্ববর্তী জয়দেবপুর বাজারের স্বর্ণপট্টী যায়।
এ সময় গ্র্রেফারকৃতদের কাছে শিশু পারভেজের বাবার পাওনা টাকা দেওয়ার কথা বলে দুই শিশুকে কৌশলে অপহরণ করে অপহরণকারীরা। পরে অপহরণকারী মিল্টন মাসুদ মোবাইল ফোনে মজিবুর রহমান বাদলের নিকট পারভেজ ও তার বন্ধু অভিকে অপহরণের কথা জানিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুদের মেরে ফেলার হুমকি দেয়। এ সময় মজিবুর রহমান বাদল বিষয়টি সদর থানা পুলিশকে জানান।
পুলিশ আধুনিক তথ্য-প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত হয়ে গাজীপুর শহরের কালা শিকদারেরঘাট এলাকায় অভিযান চালিয়ে অপহৃত দুই শিশুকে উদ্ধার এবং মিল্টন মাসুদকে আটক করে। পরে গ্রেফতারকৃত মিল্টন মাসুদের স্বীকারোক্তি মতে ওই রাতে অভিযান চালিয়ে আকাশকে (২৮) গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্র্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে মজিবুর রহমান বাদল বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃতদের বুধবার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন