রেডজোন বাদে খুলনা জেলা ও মহানগরীর সকল দোকানপাট, শপিংমল সপ্তাহে শনি, রবি, সোম ও মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। অন্য দিনগুলোতে দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। খুলনায় করোনাভাইরাস সংক্রমণ অধিক হারে বেড়ে যাওয়ায় জনপ্রতিনিধি, চেম্বার অব কমার্স এবং বিভিন্ন বাজার কমিটির সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার করোনাভাইরাস সংক্রান্ত খুলনা জেলা কমিটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হওয়া যাবে না। বাসার বাইরে মাস্ক পরিধান, পারস্পরিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হাট-বাজার, দোকানপাটে ক্রয়-বিক্রয়কালে শারীরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন