খাগড়াছড়ির মানিকছড়িতে বালু মহালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা এক অভিযান চালিয়ে ৪টি ড্রেজার মেশিন বিনষ্টসহ এ জরিমানা করেন।
জানা গেছে, আবুল কালাম নামে এক বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ নিয়ে সরজমিনে অভিযান চালিয়ে চারটি ড্রেজার মেশিন বিনষ্ট করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ বছর উপজেলার একমাত্র চেঙ্গছড়া এলাকায় একটি পয়েন্টকে সরকারীভাবে ইজারা দেয়া হয়েছে। আর কোথাও কোন পয়েন্ট ইজারা নেই। কোন অবস্থায় অবৈধভাবে কাউকে বালু উত্তোলন করতে দেয়া হবে না।
বিডি প্রতিদিন/হিমেল