শিরোনাম
১ জুলাই, ২০২০ ২১:৪৩

সুবর্ণচরে তুচ্ছ ঘটনায় লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

সুবর্ণচরে তুচ্ছ ঘটনায় লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু

প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচরে ধানের বীজ তলায় হাঁস যাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনায় আমেনা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।

বুধবার সকাল ১০টার দিকে চর হাসান ভূঁইয়ার হাট গ্রামে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে বিকেল ৪টার দিকে আহত বৃদ্ধার মৃত্যু হয়।

আমেনা বেগম উপজেলার চরজব্বার ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাট গ্রামের শাহ আলমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আমেনা বেগমের  হাঁস প্রতিবেশী সেকান্তর বাড়ির কবিরের স্ত্রী হালিমা বেগমের ধানের বীজ ক্ষেত নষ্ট করলে তারা কয়েকটি হাঁস জব্দ করে। এ নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়ায় জড়ান দু’পক্ষ। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে আলমগীর বৃদ্ধা আমেনা বেগমকে লাঠি দিয়ে আঘাত করলে ওই বৃদ্ধা ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। 

চরজব্বার থানার অফিচার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর