৮ জুলাই, ২০২০ ২২:২৬

সালিশে মাকে অপমান করায় অভিমানে ছেলের আত্মহত্যা

ধামরাই প্রতিনিধি

সালিশে মাকে অপমান করায় অভিমানে ছেলের আত্মহত্যা

প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নে ডাউটিয়া গ্রামে পারাবারিক সালিশে গিয়ে  মায়ের অপমান ছেলে সহ্য করতে না পেরে অভিমানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তেন জন্য মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, ধামরাইয়ের ডাউটিয়া গ্রামের মাহাতাবের বাড়িতে ভাড়া থাকতেন আব্দুল সালাম, ছেলে আব্দুল আজিজ, স্ত্রী আয়েশা, ছেলের বউ সাথী। ছেলের বউয়ের সাথে শ্বাশুড়ির ঝগড়া হয়। এ নিয়ে মঙ্গলবার রাতে শালিস বসায় মোশারফ হোসেন নামে এক মাতব্বর। সালিশে আজিজের মাকে অপমান করে সে। অভিমান আর ক্ষোভে শালিস থেকে উঠে গিয়েই টয়লেটের ভেতর গিয়ে আত্মহত্যা করে ছেলে আব্দুল আজিজ।

নিহতের মা আয়েশা বেগম কান্নাজড়িত কন্ঠে জানান, আমরা ভাড়াটিয়া বলে মোশারফ মাতব্বর আমাকে অপমান করছে। যা আমার ছেলে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। আমি বিচার চাই। নিহতের বড় আশরাফুল ইসলাম জানান, মাতব্বর মোশারফ হোসেনের হুমকিতে আমরা ভয়ে আছি। 

ধামরাই থানা পুলিশ বুধবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর