১২ জুলাই, ২০২০ ১৮:৩৯

বাবার খুনিদের বিচার দাবিতে কাঁদলেন সন্তানরা

কুমিল্লা প্রতিনিধি

বাবার খুনিদের বিচার দাবিতে কাঁদলেন সন্তানরা

কুমিল্লায় ব্যবসায়ী আব্দুল মতিনের হত্যাকারীদের বিচার দাবিতে কাঁদলেন তার সন্তান, পরিবারের সদস্য ও এলাকাবাসী। রবিবার কুমিল্লা নগরীর সংরাইশে আব্দুল মতিনের বাড়ির সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এই দাবিতে কান্নায় ভেঙে পড়েন।  

মানববন্ধনে মতিনের বড় ছেলে মো. শামীম উদ্দীন বলেন, তার বাবা নগরীর চকবাজার এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি সালিশ পরিচালনা করে এলাকার শান্তি শৃংখলা বজায় রাখতেন। যার কারণে এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা সহ্য করতে পারতো না। তাই তাকে হত্যা করা হয়। গত ২৯ মার্চ হামলা করলে তিনি ৩০ মার্চ মারা যান। খুনিদের ফাঁসি এবং তাদের মদদদাতাদের বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। 

তিনি আরও বলেন, এজাহারে ১৪ জনের নাম উল্লেখ থাকলেও তিনজন গ্রেফতার হয়েছে। আসামিরা বিভিন্ন সময় হুমকি দিচ্ছে। এখনও প্রধান আসামি আল-আমিন গ্রেফতার হয়নি। এতে আতংকে দিন কাটছে তাদের। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর