১৬ জুলাই, ২০২০ ১৬:৫১

জলঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি:

জলঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী(মুজিববর্ষ) উপলক্ষে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল, ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, নারী ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ও বন কর্মকর্তা রেজাউল ইসলাম ছিলেন উদ্বোধনীতে। 

উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন, সারাদেশে এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে জলঢাকা উপজেলা ২০হাজার ৩২৫টি গাছের চারা রোপণ করা হবে। যা আনুষ্ঠানিক ভাবে আজ থেকে শুরু হলো। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সড়ক মহাসড়কে এই চারা রোপণ করা হবে। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর