গাইবান্ধার পলাশবাড়ীতে পিকআপ ভ্যানের চাপায় স্বাধীন আকন্দ (২২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কে পলাশবাড়ী শহরের উত্তর বাসস্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বাধীন জেলার সাদুল্যাপুর উপজেলার সন্তোলা উত্তর কাজিবাড়ী গ্রামের মোজাহিদুল ইসলামের ছেলে।
স্বাধীন নরসিংদীতে একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। ঈদ উপলক্ষে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন স্বাধীন। পথে পলাশবাড়ী পৌর শহরের উত্তর বাসস্ট্যান্ডে বাস থেকে নেমে মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান স্বাধীনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর চালক গাড়ি ফেলে পালিয়ে গেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন