নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার থেকে দোলেরভাগ ব্রিজের মোড় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার খাল। এই এক কিলোমিটার খালের উপর রয়েছে অন্তত ৩২টি বাঁধ।
স্থানীয় লোকজন নিজেদের বাড়িতে যাওয়ার জন্য চিকন রাস্তা তৈরি করে পানি প্রবাহ বন্ধ করে দেয়। এতে করে বালিয়াডাঙ্গা ও বিলটুঙ্গি এলাকার প্রায় ১ হাজার ৫০০ বিঘা (৫০০ একর) কৃষি জমির পানি হুজাই নদীতে প্রবেশ বাধাগ্রস্ত হয়ে পড়ে। ফলে বন্যার সময় ফসলের ব্যাপক ক্ষতি হয়।
অবশেষে সেই এক কিলোমিটার খালের বাঁধ অপসারণের কাজ শুরু করেছে সদর উপজেলা প্রশাসন। দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু হাসানের নেতৃত্বে খালের বাঁধ অপসারণের কাজ শুরু হয়। এতে করে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে জমিগুলো।
সদর উপজেলার সহকারী কমিশনার আবু হাসান বলেন, ঈদের আগে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসারকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করা হয়। বুধবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে বাঁধগুলো অপসারণের কাজ শুরু হয়েছে। আশা করছি একদিনের মধ্যেই কাজটি সম্পন্ন হবে।
বিডি প্রতিদিন/এমআই